ফরিদপুর
থেকে: ১৫ হাজার লোকের ভুরিভোজ। বাহারি আয়োজন। বাবুর্চি আনা হয়েছে ঢাকা
থেকে। ২শ’ খাশি। ৭ হাজার মুরগি। মেনুতে আছে বাশমতি চালের কাচ্চি বিরিয়ানি।
মুরগির রোস্ট। টিকিয়া। ইলিশ, রুই আর চিংড়ি। সবশেষে জর্দা ও দই।
খাদেমদারিতে ৩শ’ স্বেচ্ছাসেবকের ছুটোছুটি। শাহজাদার বেশে বর এসেছে
হেলিকপ্টারে। একটি নয়...Read more Plz visit:www.
আমার ব্লগে আপনাকে স্বাগতম...আমার পোস্টগুলি কষ্ট করে পরে,দয়া করে মতামত জানাবেন ...ধন্যবাদ
Check Out Your TimeZone
!doctype>Translate
Bangladesh Vs India-2015 Cricket
Contract us
শনিবার, ৩১ মার্চ, ২০১২
শুক্রবার, ৩০ মার্চ, ২০১২
Guest Welcome 2 SonaliTaj
আমার এ প্রেম নয় তো ভীরু,
নয় তো হীনবল -
শুধু কি এ ব্যাকুল হয়ে
ফেলবে অশ্রুজল।
মন্দমধুর সুখে শোভায়
প্রেম কে কেন ঘুমে ডোবায়।
তোমার সাথে জাগতে সে চায়
আনন্দে পাগল।
নাচ' যখন ভীষণ সাজে
তীব্র তালের আঘাত বাজে,
পালায় ত্রাসে পালায় লাজে
সন্দেহ বিহবল।
সেই প্রচন্ড মনোহরে
প্রেম যেন মোর বরণ করে,
ক্ষুদ্র আশার স্বর্গ তাহার
দিক সে রসাতল।
৪ আষাঢ় ১৩১৭
কাব্যগ্রন্থঃ গীতাঞ্জলি
রচনা সংখ্যাঃ ৮৯
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)