আমার ব্লগে আপনাকে স্বাগতম...আমার পোস্টগুলি কষ্ট করে পরে,দয়া করে মতামত জানাবেন ...ধন্যবাদ
Check Out Your TimeZone
!doctype>Translate
Bangladesh Vs India-2015 Cricket
Contract us
শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫
মোবাইল ফোনের মাধ্যমে বিদ্যুৎ (সিলেটে)
সিলেট বিভাগের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের
গ্রাহকদের জন্য মোবাইল ফোনের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ সেবা চালু করেছে
দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। বিদ্যুৎ উন্নয়ন
বোর্ডের ছয়টি অঞ্চলের মধ্যে এখন রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও
রংপুরে রবির এ সেবাটি উপভোগ করতে পারছেন বিদ্যুৎ বোর্ডের গ্রাহকরা।
বুধবার সিলেটের একটি স্থানীয় হোটেলে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন
করা হয়। গত মার্চে বিদ্যুৎ বিল সংগ্রহের মাধ্যমে সিলেট অঞ্চলে সেবাটি চালু
করেছে রবি।এই সেবার আওতায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিল ব্যবস্থাপনার সাথে রবি’র এই মোবাইল পেমেন্ট পদ্ধতির সমন্বয় করা হচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে এ ব্যাবস্থাপনার উন্নয়ন করবে রবি। এছাড়া গ্রাহকরা রবি ক্যাশ পয়েন্ট বা রবির গ্রাহকরা তাদের নিজস্ব সংযোগ সিম ব্যবহার করে সাশ্রয়ীমূল্যে ও নির্ভরযোগ্য উপায়ে পিডিবি’র বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন।
মোবাইল ব্যবহারকারীরা এসএমএস’র মাধ্যমে মাসিক বকেয়ার তথ্য পাবেন। বিল প্রদানের সর্বশেষ তারিখ মনে করিয়ে দিতে নির্দিষ্ট তারিখের আগেই রবি আরো একটি এসএমএস পাঠাবে।
মোবাইলফোনে বিল পরিশোধের পর পরই তাৎক্ষনিক বার্তা পাবেন গ্রাহক। যাতে বিল প্রদানের তথ্য থাকবে। রবি সংযোগ সিম ব্যবহার করে বিদ্যুৎ বিল প্রদান ব্যবস্থা সম্পূর্ণ নিরাপদ ও নির্ভরযোগ্য বলে জানিয়েছে অপারেটরটি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. কামরুল আহসান।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরান, সিলেট সিটি কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত মেয়র) মো. এনামুল হাবিব, ডেপুটি ডিরেক্টর (র্যাব-৯) মেজর হুমায়ুন কবির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া বিপিডিবি’র চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার মো. শাহিনুল ইসলাম খান, সিলেট বিপিডিবি’র চিফ ইঞ্জিনিয়ার, রতন কুমার বিশ্বাস, বিপিডিবি’র সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. মুস্তাফিজুর রহমানসহ সিলেট পিডিবি’র আরো অনেক কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রবি মোবাইল বিল পে সার্ভিসের মাধ্যমে গ্রাহকের মাসিক বিদ্যুৎ বিল পরিশোধের বিস্তারিত তুলে ধরেন রবি’র ডিজিটাল সার্ভিসের জেনারেল ম্যানেজার, চ্যানেল ডেভেলপমেন্ট এন্ড অপারেশনস শাহ জালাল উদ্দিন।
বিল প্রদান সেবাটি আরো সহজবোধ্য ও আনন্দময় করে উপস্থাপন করতে মোবাইল বিদ্যুৎ বিল প্রদান ব্যবস্থাপনার ওপর একটি লোকজ সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রবি’র কমিউনিকেশনস ও কর্পোরেট রেসপনসিবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির। অনুষ্ঠান শেষে শহরে একটি বর্ণাঢ্য র্যালি’র বের করা হয়।
রবি’র ভাইস পেসিডেন্ট, লিগাল, আহমেদ পারভেজ ইশবাল; ডিজিটাল সার্ভিসের হেড অব ফিন্যান্স অ্যান্ড রেগুলেশন দেওয়ান নাজমুল হাসান এবং সিলেটে রবি’র রিজিওনাল ম্যানেজার জসীম উদ্দিনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রবি’র চিফ করপোরেট এন্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ বলেন, “সিলেট অঞ্চলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহকদের জন্য মোবাইলে বিদ্যুৎ বিল পরিশোধের সেবা চালু করতে পেরে আমরা গর্বিত। এই দায়িত্ব অর্পণের মাধ্যমে রবি’র প্রতি আস্থা রাখায় পিডিবি’কে ধন্যবাদ। সিলেটে রবি’র গ্রাহকদের পরিপূর্ণ ডিজিটাল সেবার মাধ্যমে উন্নত জীবনমান নিশ্চিত করতে রবি প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামো নিয়ে সর্বদা প্রস্তুত।”
- সংগৃহীত ( tunerpage.com মোবাইল ফোনের মাধ্যমে বিদ্যুৎ (সিলেটে))
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)