Translate

বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪

আমার স্বপ্নগুলো প্রতিরাত আমার সাথেই জেগে থাকে,এরা মানুষের মতো স্বার্থপর নাহ, আমি যখন ঘুমিয়ে পড়ি,এরা ও আমার সাথে ঘুমিয়ে পড়ে,তাই হয়তো নুতুন করে কাউকে নিয়ে সপ্ন দেখা আর হয় নাহ............।।

বুধবার, ৫ নভেম্বর, ২০১৪

রাতের আঁধারে অনুভূতি গুলোকে নিঃশেষ করে,নিজের অস্তিত্বকে বিসর্জনের খেলাই মেতে থাকা জীবন বড়ই মনোরম...যেখানে নিজেকে চূড়ান্ত নির্বোধ ছাড়া কিছু মনে হয় নাহ......বড়ই আজিব এ জীবন, কেন এই পৃথিবীতে আশা, আর কিসের উদ্দেশ্যে আশা? এই কি উদ্দেশ্য ছিল আমার? আজ ও একটাও উত্তর পেলাম নাহ, শুধুই ভেবে গেলাম আর নীরবে অশ্রু ঝরালাম......।।
যদি কোন দিন মনে পরে, তবে কষ্ট করে ভেব নাহ আমায়.........
কোন রাতের দুঃসপ্ন ভেবে ভুলে যেও......।।