রাতের আঁধারে অনুভূতি গুলোকে নিঃশেষ করে,নিজের অস্তিত্বকে বিসর্জনের খেলাই মেতে থাকা জীবন বড়ই মনোরম...যেখানে নিজেকে চূড়ান্ত নির্বোধ ছাড়া কিছু মনে হয় নাহ......বড়ই আজিব এ জীবন, কেন এই পৃথিবীতে আশা, আর কিসের উদ্দেশ্যে আশা? এই কি উদ্দেশ্য ছিল আমার? আজ ও একটাও উত্তর পেলাম নাহ, শুধুই ভেবে গেলাম আর নীরবে অশ্রু ঝরালাম......।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন